নিচের দিকেও তাকাতে হবে
ফার্সি সাহিত্যে একটি প্রবাদ আছে। ‘সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয়, তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই সাতজন কবির অন্যতম হচ্ছেন শেখ সাদি।’শেখ সাদি রচিত একাধিক কাব্যগ্রন্থের মধ্যে ‘গুলিস্তাঁ ও বুস্তাঁ’নামক গ্রন্থ দুটি অন্যতম।শেখ সাদি দৈহিকভাবে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন। পায়ে হেঁটেও বিশ্বের বহু অঞ্চল তিনি ভ্রমণ করেছেন। গুলিস্তাঁয় তিনি লিখেছেন, আমি কখনো কালের কঠোরতা ও আকাশের নির্মমতার ব্যাপারে অভিযোগ করিনি। তবে একবার নিজেকে ধরে… Read More »নিচের দিকেও তাকাতে হবে