Skip to content

ফরিদ আহমদের বই ‘অলখ যোদ্ধা’

    অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফরিদ আহমদের মুক্তিযুদ্ধের বই ‘অলখ যোদ্ধা’।

    একাত্তরের নয়মাস বাঙ্গালীর জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। এ সময়ে ঘটে গেছে জানা অজানা বহু ঘটনা। লক্ষ কোটি মুক্তিকামী মানুষের প্রত্যক্ষ পরোক্ষ অবদানেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

    একজন মাস্টারের মুক্তিযুদ্ধে পরোক্ষ অংশগ্রহণকে নিয়েই এগিয়েছে বইয়ের প্রতিটি ধাপ। শুধু সশস্ত্র সংগ্রামই নয়, পরোক্ষভাবেও কিভাবে মুক্তিযুদ্ধে অনেকে অবদান রেখেছিলো তা বইটিতে তুলে ধরছেন লেখক।

    ‘অলখ যোদ্ধা’ ফরিদ আহমদের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ। প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘চৈতন্য’। ২৫ শতাংশ কমিশনে বইটির দাম ১১৫ টাকা। মেলায় চৈতন্য প্রকাশনীর ৬০৪-৬০৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। ঘরে বসে অনলাইনে রকমারি.কম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।